সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আ.লীগের সহায়তা 

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আ.লীগের সহায়তা 

খাগড়াছড়ির দীঘিনালা বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কোয়ার বাজারে গত বুধবার মধ্যরাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪ দোকানির পাশে দাঁড়িয়েছে উপজেলা আওয়ামী লীগ। 

গত বৃহস্পতিবার দীঘিনালা বাসটার্মিনাল সংলগ্ন হোটেল একতা ইনের সামনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৪ দোকানিকে এক বান করে ঢেউটিন প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ  মোহাম্মদ কাশেম। 

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিউটন মহাজন, জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ফরাজি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ান, উপজেলা যুবলীগের সাংগঠিক সম্পাদক নয়ন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

দীঘিনালা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ কাশেম বলেন, দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ ইতোপূর্বেও দুর্যোগে, সংকটে ও নানা সংকটকালীন মুহূর্তে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এমন সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫৪ দোকানিকে ৭ হাজার টাকা করে মোট তিন লাখ ৭১ হাজার টাকা প্রদান করা হয়।

টিএইচ